শিরোনাম
◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৫ নেতা গ্রেপ্তার

বিএনপির ৫ নেতা গ্রেপ্তার

মোশতাক আহমেদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল (৫৯), সদস্য মো: মোশারফ হোসেন (৫০), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাধীন (৪৭), মোহাম্মদ আমির হোসেন প্রধান ( ৬১) এবং মো: আবুল কাশেম মেম্বার (৭০)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত ওই পাঁচজনকে একটি বিস্ফোরক আইন মামলার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন নবাবী চাইনিজ রেস্টুরেন্টে রাজনৈতিক গোপন মিটিং করা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক দেবাশিষ কুন্ডু বাদী হয়ে বিএনপি-জামায়াত ও গণঅধিকার পরিষদের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটককৃত বিএনপির ৫ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, গত মঙ্গলবার রাতে তারা নাশকতা করার উদ্দেশ্যে একটি চাইনিজ রেস্টুরেন্টে বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালত পাঠানো হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এগুলো সব বানোয়াট ঘটনা। অতি উৎসাহিত হয়ে এসব কাজ যারা করছে তা নীতি-নৈতিকতার বাহিরে পড়ে। সরকারি প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন যেখানে তারা ন্যায়ের পক্ষে কাজ করবেন সেখানে তারা অন্যায় কাজে জড়িত হচ্ছেন। যা দেশের জন্য ক্ষতিকর। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়