হারুন-অর-রশীদ: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অননুমোদিতভাবে ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে অভিযুক্ত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামের আব্দুর রশিদ মৃধার ছেলে মো. নান্নু মৃধা (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অননুমোদিতভাবে কৃষিজমির মাটি কেটে পুকুর খননের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্তকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক জানান, ‘ফসলি জমি নষ্ট করে অননুমোদিত ভাবে মাটি বিক্রয় ও যত্রতত্র পুকুর খননের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।