শিরোনাম
◈ নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে:: প্রধান উপদেষ্টা ◈ গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনরত ৮ দলের ◈ রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে গাড়ি তল্লাশি ◈ মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন ◈ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন (ভিডিও) ◈ নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী যুবলীগের অফিসে ও রাস্তায় বোমা বিস্ফোরণের অভিযোগ

বোমা বিস্ফোরণ

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় আওয়ামী যুবলীগের অফিসে ও রাস্তায় পৃথকভাবে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামল  বিএনপির ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গত সোমবার (৫ ডিসেম্বর) রাতে গ্রেফতার হওয়া ৮ জনকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।

সোমবার দিনগত রাতে ডেমরার বিভিন্ন এলাকা ও বাড়ী বাড়ী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রেজাউল করিম ভূঁইয়া (৬০), রফিক আহম্মেদ (৫২), আরিফ মোল্লা (২৮), মো. রাজু (৩০), ফয়জুল্লাহ কামাল (৫২), মো. ফাহিম (২৫), মো. মোজাম্মেল হক (৫৫), মো. জুয়েল (২৯)।

এর আগে রোববার (গত ৪ ডিসেম্বর) রাতে গ্রেফতার হওয়া ৮ জনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।  তারা হলেন, খোকন খন্দকার (৪৫), আলম ভূঁইয়া (৩৮), মো. সামসুল হক (৪০), কাজী আব্দুল জলিল মিয়া (৪৫) একেএম ফিরোজ শিকদার (৪৫), মো. কাউসার মিয়া (৩৬), মো. কুতুব উদ্দিন ভূঁইয়া (৫০) ও মো. আবু কালাম (৩২)। এদিকে গত ৩০ নভেম্বর মো. রাজিব খাঁন (৩২) ও মো. নুরুল আমিন পায়েলকে (৩৩) নামে ২ জনকে আদালতে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।  

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতামর্কীরা। তাদের বিরুদ্ধে পূর্বের ভৌতিক মামলাসহ বর্তমান বানোয়াট দুই মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে বলে এখানকার অধিকাংশ নেতাকর্মীরা এখন বাড়ী ছাড়া।

অগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করেই তাদের বিরুদ্ধে এমন প্রশাসনিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর এসব করে গণতান্ত্রীক নিয়ম ও নীতিমালাকে গলাটিপে হত্যা করা হচ্ছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দায়ের করা দুই মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে।    

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়