শিরোনাম
◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও)

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী যুবলীগের অফিসে ও রাস্তায় বোমা বিস্ফোরণের অভিযোগ

বোমা বিস্ফোরণ

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় আওয়ামী যুবলীগের অফিসে ও রাস্তায় পৃথকভাবে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামল  বিএনপির ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গত সোমবার (৫ ডিসেম্বর) রাতে গ্রেফতার হওয়া ৮ জনকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।

সোমবার দিনগত রাতে ডেমরার বিভিন্ন এলাকা ও বাড়ী বাড়ী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রেজাউল করিম ভূঁইয়া (৬০), রফিক আহম্মেদ (৫২), আরিফ মোল্লা (২৮), মো. রাজু (৩০), ফয়জুল্লাহ কামাল (৫২), মো. ফাহিম (২৫), মো. মোজাম্মেল হক (৫৫), মো. জুয়েল (২৯)।

এর আগে রোববার (গত ৪ ডিসেম্বর) রাতে গ্রেফতার হওয়া ৮ জনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।  তারা হলেন, খোকন খন্দকার (৪৫), আলম ভূঁইয়া (৩৮), মো. সামসুল হক (৪০), কাজী আব্দুল জলিল মিয়া (৪৫) একেএম ফিরোজ শিকদার (৪৫), মো. কাউসার মিয়া (৩৬), মো. কুতুব উদ্দিন ভূঁইয়া (৫০) ও মো. আবু কালাম (৩২)। এদিকে গত ৩০ নভেম্বর মো. রাজিব খাঁন (৩২) ও মো. নুরুল আমিন পায়েলকে (৩৩) নামে ২ জনকে আদালতে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।  

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতামর্কীরা। তাদের বিরুদ্ধে পূর্বের ভৌতিক মামলাসহ বর্তমান বানোয়াট দুই মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে বলে এখানকার অধিকাংশ নেতাকর্মীরা এখন বাড়ী ছাড়া।

অগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করেই তাদের বিরুদ্ধে এমন প্রশাসনিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর এসব করে গণতান্ত্রীক নিয়ম ও নীতিমালাকে গলাটিপে হত্যা করা হচ্ছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দায়ের করা দুই মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে।    

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়