শিরোনাম
◈ সরকারের বেআইনি আদেশ পালনে র‌্যাব হত্যাযজ্ঞ ঘটিয়ে চলেছে: মির্জা ফখরুল ◈ দেড়মাস পরে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬  ◈ যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছে স্বৈরশাসক জিয়াউর রহমান: ওবায়দুল কাদের  ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি  ◈ নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের বাধা দিলে ৭ বছরের জেল ◈ এক পরিবার থেকে ব্যাংকের পরিচালক হতে পারবেন না ৩ জনের বেশি ◈ কোনো র‌্যাব সদস্যের অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে: মুখপাত্র ◈ বিএনপিকে আমন্ত্রণ জানানোতে সরকারের সংশ্লিষ্টতা নেই: সিইসি  ◈ নওগাঁয় র‌্যাবের হেফাজতে মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন হাইকোর্টে ◈ সৌদিতে ওমরাহযাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২০

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে অবৈধ ৫ ইটভাটা ভেঙে জরিমানা আদায়

ইটভাটা

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় অবস্থান গ্রহণযোগ্য নয় অর্থাৎ (অবৈধ) এমন ৫ টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর গাজীপুর।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিনব্যাপী এই অবৈধ ইটভাটা বিরোধী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধীত ২০১৯) এর ধারা ৫(২) ও ৮(৩) লঙ্ঘন করে পরিবেশ দূষণ ও ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ ইটভাটা গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

এদিকে ভেঙে গুঁড়িয়ে দেয়া অবৈধ ইটভাটাগুলো হলো- লতিফপুর এলাকার মোঃ আবুল কাশেম মোড়লের মালিকানাধীন মেসার্স (কেবিএম) ব্রিকস, মোঃ শহিদুল্লাহ শেখ এর মালিকানাধীন মেসার্স ( এলবিএম) ব্রিকস, মোঃ লিয়াকত আলী শেখের মালিকানাধীন মেসার্স (এলবিএম -২) ব্রিকস, নাজমুল হোসেনের মালিকানাধীন মেসার্স (এবিএম) আবিদ আরিফা ব্রিকস ম্যানুফেক: ও একই এলাকার মোঃ মোশারফ হোসেনের মালিকানাধীন মেসার্স (মদিনা) ব্রিকস।

অবৈধ এই ৫ টি ইটভাটাকে ৪ লাখ টাকা করে সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নয়ন মিয়া, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, গবেষণা সহকারী মাহবুবুর রহমান সুমন। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন জেলা পুলিশের সদস্যরা ।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়