শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৯:১৭ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেজুরের রস খেয়ে একই পরিবারের ৮ সদস্য অসুস্থ 

পরিবারের ৮ সদস্য অসুস্থ 

রাকিবুল রিফাত: গ্রামের বাড়ি থেকে আনা খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে সাভারে শিশুসহ একই পরিবারের ৫ সদস্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া গ্রামের বাড়ি পাবনাতেও সেই রস খেয়ে এই পরিবারের আরও ৩ সদস্য চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে শারীরিকভাবে সুস্থ হওয়া তাদের সবাইকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। তারা এখন বাড়িতে আছেন।

মোস্তফা কামাল ও তার স্ত্রী মুসলিমা বেগম বলেন, গত বুধবার (২৩ নভেম্বর) বিকালে গ্রামের বাড়ি পাবনা থেকে আনা খেজুরের রস খান পরিবারের সদস্যরা। পরে রাত থেকেই তাদের বমি ও ডায়রিয়া দেখা দেয়। পরদিন তারা হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে তারা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানায় চিকিৎসকরা।

আক্রান্তরা হলেন, সাভারের জালেশ্বর শিমুলতলা এলাকার মোস্তফা কামাল, তার স্ত্রী মুসলিমা বেগম ও মেয়ে মারিয়া এবং ভাবি মনিরা খাতুন ও তার মেয়ে মনামি। মোস্তফা কামালের বাড়ি পাবনা জেলায়। সেখান থেকে পাঠানো খেজুর গাছের রস খেয়েই তারা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে আজ বিকালে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

এদিকে গ্রামের বাড়ি পাবনায় মোস্তফা কামালের শ্যালিকা শামীমা, শাশুড়ি রহিমা বেগম ও ভাইয়ের মেয়ে মাহিয়া একই উপসর্গ নিয়ে হাপাতালে ভর্তি ছিলেন। তারাও এখন সুস্থ রয়েছেন।

মোস্তফা কামালের স্ত্রীর ভগ্নিপতি নাজমুল আলম বলেন, খেজুর রস খাওয়ার পর থেকেই আমাদের পরিবারের শিশুসহ ৮ জন অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে চিকিৎসা শেষে আজকে বাড়ি ফিরেছেন। এখন সবাই অনেকটা সুস্থ। তবে সবাইকে সচেতন হতে হবে। যাতে আমাদের মত এমন পরিস্থিতিতে কেউ না পড়ে।

সাভারে বেসরকারি প্রাইম হাসপাতালের মেডিকেল এডভাইসর ডা. এম এ রাজ্জাক জানান, রোগীর উপসর্গ এবং তাদের সাথে কথা বলে প্রাথমিকভাবে তারা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের শরীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়