শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ বছরেও ভাগ্য বদলায়নি ফটিকছড়ি পৌরবাসীর

সাংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এ.এস.এম মিনহাজুল ইসলাম

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এ.এস.এম মিনহাজুল ইসলাম।  বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে মনোনয়ন পত্র জমা দিয়ে সন্ধ্যায় পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সাংবাদ সম্মেলন করেন।

এসময় মিনহাজুল বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও অধুনিক উন্নয়নের সরকার হলেও কাঙ্খিত উন্নয়ন হয়নি এই পৌর এলাকার। পৌরসভাটি যেন শুধু নামেই পৌরসভা। দীর্ঘ ১০ বছরে বদলায়নি পৌরবাসীর ভাগ্য। যে লক্ষ্যে পৌরসভা গঠিত হয়েছে তার প্রকৃত সুফল মানুষ পায়নি। পাশের ইউনিয়ন ও পৌরসভার সাথে তুলনা করলে বুঝা যাবে ফটিকছড়ি পৌরসভা কতটা অবহেলিত। 

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, পৌরবাসীর ভাগ্যোন্নয়নে জনগণ ও তৃণমূল কর্মীদের দোয়া এবং সমর্থন নিয়ে আমি প্রার্থী হয়েছি। নির্বাচন করা সবার অধিকার, আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। ফটিকছড়ি পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রুপান্তর করাই আমার স্বপ্ন। 

এসময় উপস্থিত ছিলেন- ব্যারিস্টার এম ফরমানুল ইসলাম, এডভোকেট ফরহাদুল ইসলাম, ইমন, বাপ্পি প্রমুখ। সম্পাদনা: এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়