শিরোনাম
◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০১:১৫ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপকূলীয় মানুষের চিকিৎসায় ‘স্বপ্নযাত্রা’ ওয়াটার অ্যাম্বুল্যান্স

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর : মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটি দ্বীপ চর আবদুল্লাহ। এটি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন। উপজেলার মূল ভূখন্ড থেকে এ দ্বীপের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটারের বেশি। আলেকজান্ডার মাছঘাট থেকে ট্রলারের মাধ্যমে এ দ্বীপে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। নানা প্রতিকূল পরিবেশ এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে এ দ্বীপের বাসিন্দাদের বসবাস।

যে চরে এখনো আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। বাসিন্দারা বঞ্চিত নানামুখী নাগরিক সুবিধা থেকে। মেঘনা নদী বেষ্টিত মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন সেই ইউনিয়ন চর আবদুল্লাহসহ উপকূলীয় কয়েক হাজার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এবার ‘স্বপ্নযাত্রা’ ওয়াটার অ্যাম্বুল্যান্স উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন বেড়িবাঁধে মেঘনা নদীতে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ ফিতা কেটে ‘স্বপ্নযাত্রা’ ওয়াটার অ্যাম্বুল্যান্স এর উদ্বোধন করেন। এ সময় চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আলেকজান্ডার বেড়িবাঁধ এলাকায় আলোচনাসভার আয়োজন করা হয়।

রামগতি উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম শান্তনু চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহমেদ, রামগতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুর রসুল প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শান্তনু চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে এ অ্যাম্বুল্যান্স সেবা চালু করা হয়েছে। জেলা প্রশাসন, জাইকা ও উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে অ্যাম্বুল্যান্সটি কেনা হয়।

এটি বিচ্ছিন্ন চর আবদুল্লাহসহ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে এবং প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযানে কাজ করবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নদীর পাশেই।

অ্যাম্বুল্যান্সটির মাধ্যমে দুর্গম চরের মানুষগুলো খুব সহজেই সেবা নিতে পারবে। এখন আর কাউকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে হবে না। লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, চর আবদুল্লাহ উপজেলা থেকে একেবারেই বিচ্ছিন্ন।

সেখানকার মানুষ অসুস্থ হলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। প্রসূতিদের হাসপাতাল আনা সম্ভব হয় না। বিষয়টি বিবেচনা করে ‘স্বপ্নযাত্রা’ ওয়াটার অ্যাম্বুল্যান্স ব্যবস্থা করা হয়েছে। চর আবদুল্লাহর বাসিন্দা ছাড়াও নদীতীরবর্তী এলাকার সকল মানুষ সেবা নিতে পারবে।

এখানে সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে। এই উদ্যোগ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ এর উদ্যোগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার প্রত্যন্ত চর অঞ্চল চরবাদাম ইউনিয়নে গত বছরের সেপ্টেম্বরে একটি অ্যাম্বুলেন্স প্রদানের মাধ্যমে শুরু হয় ‘স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স’ সার্ভিসের কার্যক্রম।

একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স সার্ভিসের কার্যক্রম শুরু করার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সদর উপজেলার ২১টি ইউনিয়নের জন্য ৬টি অ্যাম্বুলেন্স প্রদন করা হয়।

এছাড়া গত ২৭ মে জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ও হাজিরহাট ইউনিয়নেও ‘স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স’ সার্ভিসের কার্যক্রম চালু করা হয়েছে।

এছাড়া জেলার রায়পুর উপজেলার কয়েকটি ইউনিয়নে ‘স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স’ এর কার্যক্রম চালু রয়েছে। জেলা প্রশাসকের এ সেবা প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এ এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়