শিরোনাম
◈ ওসমান হাদি হত্যার মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল?

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৩:৪৩ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে লাশ নিয়ে সড়ক অবরোধ-ভাঙচুর, পুলিশের ধাওয়া

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে সড়কে লাশ রেখে বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দশটার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে বিক্ষোভ করেন মৃতের স্বজনেরা।

এ সময় বিক্ষুব্ধরা হাতিম প্লাষ্টিক কারখানাটিতে ভাংচুর চালায়।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ধাওয়া দিলে সড়কে লাশ ফেলে পালিয়ে যায় তারা। পরে ডেকে এনে লাশ দাফনের জন্য বলা হলে মৃতের ভাই লাশ নিয়ে যান।

পুলিশ জানায়, টঙ্গীর মরকুন এলাকার হাতিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাতিম প্লাস্টিক কারখানায় গত সোমবার অজ্ঞাত এক তরুণের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার পুলিশ জানায়, কারখানার ভেতর থেকে লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মৃত ওই তরুণ ভোলা জেলার কাছিয়া গ্রামের মৃত মহসিনের ছেলে নাহিদ। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় লাশ দাফনের জন্য নাহিদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।পরে তার স্বজনেরা লাশ দাফন না করে সড়কে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করে।

হাতিম প্লাস্টিক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো.পলাশ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় লাশ দাফনের জন্য দিয়েছে।নাহিদের পরিবারের লোকজনসহ শতাধিক এলাকাবাসী আমাদের কারখানায় ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। আমরা মামলা করব।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম বলেন, সড়ক থেকে বিক্ষোভ সরিয়ে দেওয়া হয়েছে।পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়