শিরোনাম
◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০২:১৪ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে ভুয়া দলিলে ৬০ লাখ টাকার ঋণ জালিয়াতি

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় জমির ভুয়া দলিল ও কাগজপত্র দিয়ে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক আব্দুর রবের বিরুদ্ধে। ওয়ারিশগণের জমিতে ভুয়া দলিল ও কাগজের মাধ্যমে জমি বন্ধক রেখে ইসলামী ব্যাংক নাটোর শাখা হতে মেসার্স রঙ্গন এন্টারপ্রাইজের নামে ৬০ লাখ টাকা ব্যাংক ঋণ নিয়েছে আব্দুর রব।

পরিবার সূত্রে জানা যায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর মৌজায় পারিবারিক পুকুর ও জমি রয়েছে। সেখানে ২১ জন অংশিদার থাকলেও আব্দুর রব জাল দলিলের মাধ্যমে জমি বন্ধক রেখে ঋণ নেয়। জমি বন্ধক থাকায় অন্য অংশিদাররা তাদের নিজ জমি হতে বঞ্চিত হচ্ছে।

ভুক্তভোগী অংশীদার রমজানুল আলম ও নাজাতুল সাব্বির জানিয়েছেন, পুকুরে তাদের ভাগ অভিযুক্ত রবের তুলনায় অধিক থাকা সত্ত্বেও তাদের না জানিয়ে জালিয়াতির মাধ্যমে জমি ব্যাংকের কাছে বন্ধক রেখে মোটা অংকের ঋণ গ্রহণ করেছে রব। 

তারা আরও জানিয়েছেন, নামমাত্র লিজমানি দিয়ে দীর্ঘদিন যাবত আব্দুর রব পুকুরটি ভোগদখল করে আসছিলেন। পরে তিনি জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ করেন।

আরেক অংশিদার রেজাউল করিম জানিয়েছেন, কাউকে না জানিয়েই রব এ প্রতারণা করেছেন। যা নিয়ে তিনি উদ্বিগ্ন।

অন্যান্য অংশীদারগণ জানান, আব্দুর রব প্রতারণার মাধ্যমে কাউকে না জানিয়ে জাল কাগজপত্রের মাধ্যমে উক্ত জমি বন্ধক ঋণ উত্তোলণ করেছেন। উক্ত জমিতে আব্দুর রবের জমির পরিমাণ প্রায় দেড় বিঘার মতো থাকলেও তিনি ভুয়াভাবে প্রায় ৯ বিঘা জমি বন্ধক রেখে এ ঋণ গ্রহণ করেছেন। এ ব্যাপারে ভুক্তভোগী অংশীদারগণ আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

অভিযুক্ত আব্দুর রব জানিয়েছেন, বড় পরিবার বিধায় জমিজমায় ভুল থাকতে পারে। আমরা পারিবারিকভাবে বসে সমাধান করবো।

ইসলামী ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণের জন্য আইনজীবীকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা যেন বারবার না ঘটে এজন্য দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি বিধি অনুযায়ী শাস্তির ব্যবস্থা প্রয়োজন। নয়তো ব্যাংকগুলো ক্ষতির সম্মুখীন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়