শিরোনাম
◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যস্ততম সড়কটি এখন মরণফাদ, চরম ভোগান্তিতে যাত্রিরা

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার ঐতিহ্যবাহি ফাঁসিয়াতলা বাজারের ব্যস্ততম সড়কে সামান্য বৃষ্টিতেই কোমর পর্যন্ত পানি জমে যায়। মনে হচ্ছে সড়ক নয় এ যেন এক পানি ভর্তি খাল। এবং কি এ সড়কে পানি জমে কর্দমাক্ত অবস্থা হয়ে যায়।

এতে করে দিন-দিন জনসাধারনের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। তবে ভুক্তভোগী পথচারীদের দাবি, বাজার ও সড়কের পাশে কোন ড্রেন না থাকায় সংস্কারের অভাবে এই সড়কে কোমড় পানি জমাট থাকে সবসময়। ফলে বৃষ্টির পানি কোনো দিকে সরতে না পেরে সড়কে পানি জমে ভোগান্তির সৃষ্টি করছে।

রোববার সন্ধ্যায় ফাঁসিয়াতলা বাজার ও পশুরহাট রোড সড়ক এলাকা ঘুরে জানা যায়, সড়কে বৃষ্টির কারণে কাদাপানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ীরা ও পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন।

কথা হয়, ফাঁসিয়াতলা বাজারের স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সাথে। তারা জানান, বাজারের ভিতরে ও সড়কের পাশে কোন ড্রেন না থাকায় বৃষ্টির পানি সরতে না পারায় পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক সময় ভ্যান, ইজিবাইক ও মোটসাইকেল সড়কের পানিতে ডুবে যাত্রীরা ভীজে যাচ্ছে।

এ সড়কটি সংস্কার কাজ শুরু করলেও এক অজানা রহস্যের কারনে মাসের পর মাস কাজ ফেলে রেখেছে ঠিকাদার। কাজের অগ্রগতির কোন চিহৃ দেখা যাচ্ছে না। যে কারণে ভোগান্তি পোহাচ্ছেন এলাকার সাধারন জনগণ। 

উল্লেখ্য, এ সড়কে প্রতিদিনই চলছে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। যে কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কের পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কালিনগর-ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, হাসপাতালে যাতায়াতকারী রোগীরা, মাদ্রাসার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ কয়েক হাজার মানুষ।

এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মোঃ শিরাজুল ইসলাম জানান, ওই সড়কটি সংস্কার না করা পর্যন্ত পানি ও কাদা মুক্ত হবে না। তবে চেষ্টা চলছে সংস্কার করার।

উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ রেজাউল করিম বলেন, সড়কে পানি জমে থাকার বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেখা উচিত। যেহেতু বিষয়টি জনগুরুত্বপূর্ণ।

এএইছ

  • সর্বশেষ
  • জনপ্রিয়