শিরোনাম
◈ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন, স্বৈরাচার পতন দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান ◈ মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা, আহত এক ◈ জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করে হবে আসন ভাগাভাগি: আমু ◈ ৩৩ ওসির বদলির তালিকা নির্বাচন কমিশনে, ডিএমপিতে রাখার প্রস্তাব ◈ সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত ◈ জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা দুলু ◈ ইসির নিবন্ধন পাচ্ছে আরো ২৯ পর্যবেক্ষক সংস্থা ◈ সৌদি বিনিয়োগ বিষয়ক উপ-মন্ত্রীসহ ৩১ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় ◈ দলীয় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে ইসির শাস্তি মেনে নেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের    ◈ আদালত-বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে আইজিপি ও ডিএমপি কমিশনারকে চিঠি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যস্ততম সড়কটি এখন মরণফাদ, চরম ভোগান্তিতে যাত্রিরা

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার ঐতিহ্যবাহি ফাঁসিয়াতলা বাজারের ব্যস্ততম সড়কে সামান্য বৃষ্টিতেই কোমর পর্যন্ত পানি জমে যায়। মনে হচ্ছে সড়ক নয় এ যেন এক পানি ভর্তি খাল। এবং কি এ সড়কে পানি জমে কর্দমাক্ত অবস্থা হয়ে যায়।

এতে করে দিন-দিন জনসাধারনের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। তবে ভুক্তভোগী পথচারীদের দাবি, বাজার ও সড়কের পাশে কোন ড্রেন না থাকায় সংস্কারের অভাবে এই সড়কে কোমড় পানি জমাট থাকে সবসময়। ফলে বৃষ্টির পানি কোনো দিকে সরতে না পেরে সড়কে পানি জমে ভোগান্তির সৃষ্টি করছে।

রোববার সন্ধ্যায় ফাঁসিয়াতলা বাজার ও পশুরহাট রোড সড়ক এলাকা ঘুরে জানা যায়, সড়কে বৃষ্টির কারণে কাদাপানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ীরা ও পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন।

কথা হয়, ফাঁসিয়াতলা বাজারের স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সাথে। তারা জানান, বাজারের ভিতরে ও সড়কের পাশে কোন ড্রেন না থাকায় বৃষ্টির পানি সরতে না পারায় পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক সময় ভ্যান, ইজিবাইক ও মোটসাইকেল সড়কের পানিতে ডুবে যাত্রীরা ভীজে যাচ্ছে।

এ সড়কটি সংস্কার কাজ শুরু করলেও এক অজানা রহস্যের কারনে মাসের পর মাস কাজ ফেলে রেখেছে ঠিকাদার। কাজের অগ্রগতির কোন চিহৃ দেখা যাচ্ছে না। যে কারণে ভোগান্তি পোহাচ্ছেন এলাকার সাধারন জনগণ। 

উল্লেখ্য, এ সড়কে প্রতিদিনই চলছে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। যে কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কের পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কালিনগর-ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, হাসপাতালে যাতায়াতকারী রোগীরা, মাদ্রাসার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ কয়েক হাজার মানুষ।

এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মোঃ শিরাজুল ইসলাম জানান, ওই সড়কটি সংস্কার না করা পর্যন্ত পানি ও কাদা মুক্ত হবে না। তবে চেষ্টা চলছে সংস্কার করার।

উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ রেজাউল করিম বলেন, সড়কে পানি জমে থাকার বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেখা উচিত। যেহেতু বিষয়টি জনগুরুত্বপূর্ণ।

এএইছ

  • সর্বশেষ
  • জনপ্রিয়