শিরোনাম
◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২৪ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

সনতচক্রবর্ত্তী: ব্যাপক উৎসব ও উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় বাবনাতলা কুমার নদে অনুষ্ঠিত হলো ১৩তম ঐতিহ্যবাহী নৌকা বাইচ। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘারুয়া ও চুমুরদী গ্রামবাসীর আয়োজনে বিভিন্ন জেলা থেকে বড় বড় ১৪টি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। 

মোঃ মবেদ আলী মাতুব্বরের সভাপতিত্বে এ নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। 

এ ছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, শরিফা বাদ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মতিয়ার রহমান, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ, চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ,ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

সরেজমিনে দেখা যায়, নৌকা বাইচ দেখার জন্য দুপুর থেকে বিভিন্নস্থান থেকে হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে জড়ো হতে শুরু করে।

প্রায় দেড় ঘণ্টা ব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকদের আনন্দ উৎসবে রূপ নেয়। এছাড়াও ঐতিহ্যবাহী এ বাইচ উপলক্ষে প্রতি বছরের মতো হরেক রকমের মুখরোচক খাবারের দোকানসহ শিশুদের খেলনা সামগ্রী দোকানের পশরা বসে। এ বাইচ প্রতিযোগিতা ঘিরে মেলায় বিন্নি ধানের খৈ সহ হরেক রকমের খৈ, সন্দেশ, জিলাপি দানাদার মিষ্টিসহ কয়েক বিভিন্ন সামগ্রী পাওয়া যায়।

 এ নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে কথিত আছে বর্ষার পানি নামানোর জন্য নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হতো। নৌকার বৈঠার তালে তালে ও ঝুমুর-কাশির টং টং ও বাঁশির আওয়াজে বর্ষা শেষ হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ৪টি ফ্রিজ ও ১০টি টিভি বিতরণ করে নৌকা বাইচ আয়োজক কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়