শিরোনাম
◈ জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, ক্ষমতায় গেলে নজরদারির হুঁশিয়ারি মার্কিন কূটনীতিকের ◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও)

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে হাত-পা বাঁধা গলাকাটা লাশ: ক্লুলেস হত্যার পর্দা উঠল, গ্রেপ্তার ফিরোজ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় হাত-পা বাঁধা ও গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় সৃষ্টি হওয়া চাঞ্চল্যকর ও দীর্ঘদিন ক্লুলেস থাকা হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি ফিরোজ মিয়া (৩৭) কে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন ফিরোজ মিয়া। তিনি ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেই উদ্দেশ্যে কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তার পালানোর পরিকল্পনার বিষয়টি জানতে পারে। এরপর দ্রুত অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার আল্লারদরগা বাজার সংলগ্ন বর্ডার এলাকার কাছ থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সোনাখোলা গ্রামে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারায়ণখালী ব্রিজের উত্তর পাশে ঢালসংলগ্ন একটি ডোবায় স্থানীয়রা এক অজ্ঞাত পরিচয়ের পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে দেখা যায়, নিহত ব্যক্তি জিন্সের প্যান্ট ও টি-শার্ট পরিহিত ছিলেন। তাঁর হাত-পা বাঁধা ছিল এবং চোখ ও মুখ স্কচটেপ দিয়ে আটকানো অবস্থায় পাওয়া যায়। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটিকে নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল র‌্যাব-১২ এর সহযোগিতায় এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফিরোজ মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানার মধ্যগজদিয়া গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, নিহত ব্যক্তির নাম আলী মোল্লা (৩৪)। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি আসামি ফিরোজ মিয়া ও তার শ্যালক মমরেজের সঙ্গে একটি ট্রাকে করে গাজীপুরের উলুখোলায় অবস্থিত কৃষ্ণচূড়া ফিড মিলে যান। সেখানে কাজ শেষে বিভিন্ন স্থানে মালামাল লোড ও আনলোড করেন তারা।

পরদিন রাতে কৌশলে আলী মোল্লার পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে মদ পান করানো হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে যাত্রাবাড়ি এলাকায় পৌঁছে তাঁর হাত-পা বেঁধে ফেলা হয়। জ্ঞান ফিরে পেলে স্কচটেপ দিয়ে মুখ বন্ধ করে হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। পরে ১ জানুয়ারি ভোর আনুমানিক ৪টার দিকে নারায়ণখালী ব্রিজের নিচে নিয়ে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ ডোবায় ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা।

অনুসন্ধানে আরও জানা গেছে, নিহত আলী মোল্লার কাছে আসামিদের পাওনা টাকা ছিল। পাশাপাশি আসামি মমরেজের ভাগ্নীর সঙ্গে আলী মোল্লার অবৈধ সম্পর্ক এবং সেই সম্পর্কের আপত্তিকর ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ফিরোজ মিয়ার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের দুইটিসহ মোট ছয়টি মামলা রয়েছে। তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, সন্ত্রাস, খুন, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে তারা সর্বদা বদ্ধপরিকর। জনগণের সহযোগিতায় এ ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে বাহিনীটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়