শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধ 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে: জামালপুরের সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করার ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাউসী ফয়েজের মোড় এলাকার সরিষাবাড়ী-দিকপাইত প্রধান সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী প্রতিবাদ করে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের সুত্রে জানা যায়, ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের মৃত হাফেজ ফকিরের ছেলে আল-আমিন মিয়া (৩৫) দীর্ঘ দিন ধরে বালু, ইটের ব্যবসা করে আসছেন। এছাড়াও ফয়েজের মোড়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। প্রতিদিনের মত আল আমিন মঙ্গলবার সকালে চা খেতে মোড়ে যান। এসময় অজ্ঞাত ৭/৮ জন যুবক অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে ব্যবসায়ী আল-আমিনকে মারধর করে। পরে তার চিৎকারে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফয়েজের মোড় এলাকার সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার ঘোষনা দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

আহত ব্যবসায়ী আল-আমিন বলেন, ‘যারা আমাকে মারধর করলো তাদের সাথে আমার কোন লেনদেন বা পারিবারিক ঝামেলা নেই। কেনো তারা আমার উপর হামলা করেছে সেটাও আমি জানি না। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপ-পরির্দশক শুভ্রত বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়েছিলাম। সিসি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নত করে আইনের আওতায় আনা হবে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়