কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশের একমাত্র ঋষিকুম্ভমেলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাঁশখালীর ঋষিধামে আগামী শুক্রবার (২৩জানুয়ারী) থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত ১১দিনব্যাপী ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে শুরু হবে।
এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বাঁশখালীর ঋষিধামে দেশের একমাত্র ঋষিকুম্ভ মেলার প্রস্তুতি কমিটির সদস্যদের নিয়ে অনুষ্টিত হয়। সভায়
আগামী ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত ১১দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে বাঁশখালীর ঐতিহ্যবাহী কালীপুরের ঋষিধামে ২২তম ঋষিকুম্ভ মেলার ১১দিন কর্মসুচী অবহিত করেন ঋষিকুম্ভ মেলার প্রস্তুতি কমিটির সদস্যদেরা।
ভারতের কুম্ভমেলার অনুসরণে বাংলাদেশে এই মেলার প্রবর্তন করেন জগৎগুরু শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ।প্রতি ৩ বছর অন্তর অন্তর এই মেলা অনুষ্ঠিত হয়।
২২তম ঋষিকুম্ভ মেলা সকল কর্মসুচী সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের জন্য স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলার আহবায়ক এডভোকেট অনুপম বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঋষিধাম ও তুলসীধাম এর মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ, শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, অবসর প্রাপ্ত শিক্ষক খোকন চক্রবর্তী, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কাঞ্চন বিশ্বাস,মহিলা শাখার সভানেত্রী শ্রীমতি পান্না পাল, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালী শাখার সভাপতি অলক দাশ,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি গুহ, বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ, পরিষদ কর্মকর্তা দোলন দাশ,নারায়ণ মল্লিক,রুহিতোষ দেবনাথ, ক্লিনটন দাশ, সুমন দেব,অমিত বিশ্বাস প্রমূখ।