আজিজুল হক (বেনাপোল) যশোর : যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিঃ মিঃ বিস্তৃত এখানায় বিজিবি’র ৭টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় কাজ করছে। গত বছরে এই অঞ্চলে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৩৭৭.৫০ কোটি টাকা মূল্যের মালামাল ও মাদক উদ্ধার করা হয়েছে। এসময় ৩৮০ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
আটক মালামালের মধ্যে উল্লেখযোগ্য তালিকায় রয়েছে, স্বর্ণ ৫৮.৪৯ কেজি, রৌপ্য ১২৪.১২ কেজি, অস্ত্র ২৭টি, গুলি ১৫২ রাউন্ড, মদ ২৮,৩৯৩ বোতল, হেরোইন ৩৭.৫৪ গ্রাম, ইয়াবা ২,৬৫,৩৭৩ পিস, ফেন্সিডিল ৪৯,০৮৮ বোতল, গাঁজা ১,৬৭৭.৪৬ কেজি এবং বিভিন্ন প্রকার মেডিসিন ২,৬৮,৩২৬ পিস।
সোমবার দুপুরে বেনাপোলের দৌলতপুর সীমান্তে এক সংবাদ সম্মেলনে ২১ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান এসব তথ্য জানান।
এসময় তিনি আরো বলেন, যশোর রিজিয়নের খুলনা সেক্টরের অধীনস্থ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অভিযানেই গত গত বছর চোরাচালানবিরোধী অভিযানে ৪৭ জন আসামীসহ প্রায় ১৪ কোটি টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করেছে। এসব চোরাচালানী মালামালের মধ্যে ছিল স্বর্ণ, ডায়মন্ড, অস্ত্র ও গোলাবারুদ উল্লেখ্যযোগ্য। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৩৯ জন আসামীসহ প্রায় ৭৭ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, বিজিবি যশোর রিজিয়নের অধীনস্থ ০৭টি ব্যাটালিয়ন মোট ১৮টি জেলার (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাংগা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ) ৬২টি সংসদীয় আসনে ১০৮টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে প্রায় ১৭২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টির জন্য অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র গোলাবারুদ এর অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি এ সময় অধিক তৎপর থাকবে। অত্র রিজিয়নের বিশেষত যারা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করবে তারা অধিকতর সতকর্তার সহিত দায়িত্ব পালন করবে। দুষ্কৃতিকারী কর্তৃক নাশকতা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে অত্র রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন করতঃ অধিক হারে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার ৩১টি উপজেলা ও ১৬টি সংসদীয় আসনে মোট ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে এবং অন্যান্য এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, কোস্ট গার্ড, র্যাব ও আনসারের সঙ্গে বিজিবি যৌথভাবে দায়িত্ব পালন করবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে।
আরো বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তায় প্রয়োজনীয় জনবল রেখে অবশিষ্ট জনবল দ্বারা নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও অপারেশন ডেভিল হান্ট -২ এর আওতায় অপারেশন কার্যক্রম পরিচালনা করবে। বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। সীমান্ত সুরক্ষা ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন বিজিবি অধিনায়ক কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান ।