কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর সাগর উপকুলে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। শনিবার (১৭জানুয়ারি ) সকাল থেকে বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন বিসিজি কন্টিনজেন্ট চট্টগ্রাম এর যৌথ সমন্বয়ে বঙ্গোপসাগরের উপকূলে শেখেরখীল, খাটখালী ও গন্ডামারা সংলগ্ন মোহনায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে ২য় ধাপে বিশেষ কম্বিং অপারেশন করা হয়।
অভিযান পরিচালনা কালে গন্ডামারা সংলগ্ন মোহনায় ৩০ হাজার মিটার (প্রায়) চরঘেরা জাল যার আনুমানিক মূল্য ৪৫ লক্ষ টাকা এবং ৪ টি বেহুন্দি জাল যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত জালসমূহ বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন এর উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভবিষ্যতে এ অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানান।