হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম মোল্যা (৪৫) নামে দুই সন্তানের এক জনককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত কাইয়ুম মোল্যাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ওই গ্রামের বাসিন্দা মো. রোকন মোল্যার ছেলে। কাইয়ুম মোল্যা এক ছেলে ও এক মেয়ের জনক বলে জানিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ভাওয়াল ইউনিয়নের ২৮ বছর বয়সী এক প্রতিবন্ধী যুবতীকে কৌশলে ফুসলিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করে কাইয়ুম মোল্যা। ধারাবাহিক নির্যাতনের ফলে ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভুক্তভোগীর পরিবার শুক্রবার রাতে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে।
মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাইয়ুম মোল্যাকে গ্রেপ্তার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, একাধিকবার ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধী যুবতী গর্ভবতী হয়ে পড়েন। পরিবার মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে উদ্ধার করে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।