কুমিল্লা-৬ সদর সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুর রশীদ ইয়াছিন মনোনয়নপত্র প্রত্যাহার করছেন। বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুলশান কার্যালয়ে সাক্ষাৎ শেষে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র: যুগান্তর
এদিকে সাক্ষাতে তারেক রহমান কুমিল্লা দক্ষিণের ৬টি আসনে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছেন ইয়াছিনকে।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশীদ ইয়াছিন। আসনটিতে দলের মনোনয়ন লাভ করেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এতে দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি হয় এবং আগামী নির্বাচনে বিএনপি প্রার্থী কিছুটা ঝুঁকির মধ্যে পড়েন।
বৃহস্পতিবার আমিনুর রশীদ ইয়াছিনকে গুলশান কার্যালয়ে ডেকে নেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতের পর ইয়াছিন মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এ সময় তাকে দক্ষিণ জেলার ৬টি আসনের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে ইয়াছিনের সঙ্গে ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।
এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। তিনি কুমিল্লার গণমানুষের নেতা হাজী আমিনুর রশীদ ইয়াছিন ভাইকে কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি নির্বাচনি আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়ক মনোনীত করেন। তারেক রহমান তৃণমূলের ত্যাগী কর্মীদের যথাযথ সম্মান প্রদর্শন করেছেন। উনার এ সঠিক ও দূরদর্শী সিদ্ধান্ত কুমিল্লায় ‘ধানের শীষ’ এর বিজয়কে সুনিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। দলের প্রতি ইয়াছিন ভাইয়ের এ ত্যাগ নেতাকর্মীরা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবেন।