শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর-২ আসনে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা হাতুড়ি ও ধারালো অস্ত্রে জখম

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নির্বাচনী সহিংসতায় এক জামায়াত নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী সেতুর কাছে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর জামায়াতের ওই নেতা সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

হাতুড়ি ও ধারাল অস্ত্রের আঘাতে আহত ওই জামায়াত নেতার নাম আলমগীর শেখ (৩৬)। তিনি কদমতলী গ্রামের হালিম শেখের ছেলে।

আলমগীর শেখ তালমা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সভাপতি বলে নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমির মো. সোহরাব হোসেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর শেখ জানান, তিনি একজন জামায়াত নেতা। তার দল বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জোট গঠন করেছে। নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসন থেকে এ জোটের মনোনয়ন পেয়েছেন শাহ আকরাম আলী। বুধবার রাতে তিনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় কদমতলী সেতুর কাছে এলে কদমতলী গ্রামের রত্তন মোল্লার ছেলে রাশেদ মোল্লা ও নয়ন শেখের ছেলে মিলন শেখ তার পথ আটকায়। তারা আলমগীরকে বলেন, “তুই যা কইরা বেড়াইতেছিস তা সুবিধার লাগতেছে না, তোকে ধানের শীষে ভোট দিতে হবে।” তখন আলমগীর অপারগতা প্রকাশ করে বলেন, তিনি জামায়াত করেন এবং ভোট তাদের জোটের প্রার্থীকে দেবেন। এতে ওই দুই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত আলমগীরকে দেখতে আসেন ফরিদপুর-২ আসনে জামায়াত সমর্থিত জোটের প্রার্থী শাহ আকরাম আলী ও নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মো. সোহরাব হোসেন।

নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ আলমগীরের ওপর হামলার সত্যতা স্বীকার করে বলেন, রাজনৈতিক বিরোধের কারণে এ ঘটনা ঘটেনি; এ ঘটনা ঘটেছে আলমগীরের সঙ্গে প্রতিপক্ষের জমি সংক্রান্ত বিরোধের জের হিসেবে।

তবে এ বক্তব্য নাকচ করে দিয়ে নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মো. সোহরাব হোসেন বলেন, যদি রাজনৈতিক প্রতিহিংসার জন্য এ ঘটনা না ঘটে, তাহলে বিএনপি নেতা শওকত শরীফ দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি কেন জানাচ্ছেন না?

জামায়াতের আমির মো. সোহরাব হোসেন আরও বলেন, যারা আলমগীরের ওপর হামলা করেছে তারা আগে আওয়ামী লীগের সমর্থক ছিল। তারা বর্তমানে বিএনপিতে যোগ দিয়ে প্রতিপক্ষের ওপর হামলাসহ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, ঘটনা শোনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে জামায়াত সমর্থিত ঐক্যজোটের প্রার্থীর সঙ্গে তার কথা হয়েছে। তাদের এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়