লালমনিরহাট প্রতিনিধিঃ সীমান্ত নিরাপত্তা জোরদারে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে নব-নির্মিত পূর্ব-সারডুবী বিওপির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি'র আওতাধীন এই নতুন বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।
এ সময় উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান পিবিজি এম এস বিজি ও এম পিএসসি, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম, ও লেঃ কর্নেল সৈয়দ ফজলে মুনিম।
এ সময় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, বিজিবি সদস্যরা দিনরাত সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যবর্তি দূরুত্ব বেশি হওয়ায় সীমান্ত নিরাপত্তার বাড়ানোর জন্য এই নতুন বিওপিটি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোন বিষয়ে সতর্কবস্থায় থেকে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠান শুরুর আগে ৬১ বিজিবির পক্ষ থেকে প্রধান অতিথিকে গার্ডঅব অনার এর মাধ্যমে সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়। এসময় ফলজ বৃক্ষ রোপন করেন ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের। সব শেষে নতুন বিওপিটি পরিদর্শন করেন তিনি।