মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে এসে গৃহকর্তার সাহসিকতার মুখে প্রাণভয়ে পালিয়েছে ৮-১০ জনের একটি ডাকাত দল। গত শুক্রবার দিবাগত রাত ৩টা ১৪ মিনিটে মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা খালাসীর বাড়িতে হানা দেয় মুখে কালো কাপড় বাঁধা একদল সশস্ত্র ডাকাত।
সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতি টের পেয়ে জীবন ঝুঁকির মুখেও দমে যাননি মনিরুজ্জামান। ডাকাতরা ঘরে প্রবেশ করা মাত্রই দরজার আড়ালে লুকিয়ে থাকা মনিরুজ্জামান দা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। পর পর দুই ডাকাতকে আঘাত করলে আতঙ্কিত হয়ে পড়ে পুরো চক্রটি। অবস্থা বেগতিক দেখে ডাকাতি ছেড়ে দৌড়ে পালায় ডাকাত দল।
এমনকি পালানোর সময় তারা গেটের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং তাড়াহুড়ো করে এক পাটি জুতোও ফেলে যায়। প্রবাসীর এমন অসীম সাহসিকতার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশের পক্ষ থেকেও তাকে সাধুবাদ জানানো হয়েছে। বর্তমানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে সদর থানা পুলিশ।