জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় সালেমা আক্তার (৩১) নামে এক পরীক্ষার্থীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে একশত টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনদিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার এই আদেশ দেন।
দণ্ডিত সালেমা আক্তারের বাড়ি ইসলামপুর উপজেলার টাবুরচর এলাকায়।
প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষা চলাকালীন সময়ে ডিভাইস ব্যবহার করেন পরীক্ষার্থী সালেমা আক্তার। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করা হয়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই পরীক্ষার্থীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় তাকে একশত টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেলার ৩৪টি কেন্দ্রে ২৪ হাজার ৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।