তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিঠুন মিয়া হত্যা মামলার প্রধান আসামি তার আপন ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে জেলার সরাইল থানাধীন পাকশিমুল ইউনিয়নের অরুয়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন পাকশিমুল এলাকার মৃত আঙ্গুর মিয়ার ছেলে মো. ইমরান (৩২)।
র্যাব জানায়, নিহত মিঠুন মিয়া পাকশিমুল এলাকার বাসিন্দা। সম্পর্কে আসামির আপন ভাই ও ভাবী। বাড়ির প্রবেশমুখে একটি স্টিলের গেট নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। কয়েকদিন আগে ভিকটিম মিঠুন মিয়া, তার ভাই ইমরান এবং প্রবাসী ভাই রাসেল মিয়ার যৌথ অর্থায়নে ইমরানের তত্ত্বাবধানে গেটটি নির্মাণ করা হয়। তবে গেটটি আকারে ছোট হওয়ায় মিঠুন মিয়া আপত্তি জানান।
এ নিয়ে গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে মিঠুন মিয়া ও তার ভাই ইমরানের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরদিন ৫ জানুয়ারি রাতে গেট নির্মাণের ব্যয়ের হিসাব নিয়ে ইমরান তাদের মাকে মিঠুন মিয়ার ঘরে পাঠান। এ সময় ইমরান ও তার স্ত্রী কটূক্তিমূলক কথা বলতে থাকেন। মিঠুন মিয়া এতে আপত্তি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তার ঘরের বারান্দায় প্রবেশ করে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে বুকের বাম পাশে পাঁজরের নিচে গুরুতর আঘাত করা হয়।
মিঠুন মিয়ার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মিঠুন মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৬ জানুয়ারি রাত আনুমানিক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।