হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ২০২৬ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ফরিদপুর জেলার নিবন্ধিত হজযাত্রীদের স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম (চূড়ান্ত মেডিকেল চেকআপ) আগামী ১১ জানুয়ারি ২০২৬ খ্রি., রবিবার থেকে শুরু হবে। এ কার্যক্রম অনুষ্ঠিত হবে ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে।
ফরিদপুরের সিভিল সার্জনের নির্দেশনায় হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নির্ধারিত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো নিজ নিজ তালিকাভুক্ত তারিখে হজযাত্রীদের উপস্থিত করবেন। এ সংক্রান্ত তালিকা ইতোমধ্যে হজ এজেন্সিগুলোর কাছে প্রেরণ করা হয়েছে।
ম্যানিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদানের পূর্বে মেডিকেল চেকআপের অংশ হিসেবে হজযাত্রীদের ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে নিম্নলিখিত পরীক্ষাগুলো সম্পন্ন করে রিপোর্ট সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে—
- Complete Blood Count (CBC) with ESR
- Random Blood Sugar (RBS)
- Serum Creatinine
- Blood Group and Rh Typing
- Urine R/M/E
- X-ray Chest (P/A View)
- ECG
ফরিদপুর জেনারেল হাসপাতালে সরকার নির্ধারিত পরীক্ষার মূল্য তালিকা অনুযায়ী মোট ব্যয় হবে ৬৬০ টাকা মাত্র।
পরীক্ষার স্থান ও কক্ষ নম্বর:
- প্যাথলজি নমুনা সংগ্রহ: রুম নং–১২ (নিচতলা)
- এক্স-রে: রুম নং–০৬ (নিচতলা)
- ইসিজি: রুম নং–২১ (২য় তলা)
- মেডিকেল চেকআপ বোর্ড: কনফারেন্স রুম (৩য় তলা)
বিশেষ দ্রষ্টব্য হিসেবে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্যাথলজি নমুনা সংগ্রহ করা হবে।
এছাড়া সম্মানিত সকল হজযাত্রীকে নির্ধারিত ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত মেডিকেল ফর্ম প্রিন্ট করে সঙ্গে আনতে হবে। মেডিকেল বোর্ড কর্তৃক চূড়ান্ত অনুমোদনের পর টোকেন সংগ্রহ করে তা টিকাদানের জন্য সংরক্ষণ করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সিভিল সার্জন অফিস, ফরিদপুরের ওয়েবসাইট (cs.faridpur.gov.bd) থেকে জানা যাবে।