শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রীর মাথায় আঘাত

বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল এই ট্রেন। কুমিল্লার ময়নামতি স্টেশনের আগে এ ঘটনা ঘটে।

আহত যাত্রীর নাম ও পরিচয় কিছুই পাওয়া যায়নি। সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে তাঁকে ট্রেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান রেলওয়ের কর্মকর্তারা।

সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকাল সাতটায় ছেড়েছিল। বিরতিহীন এই ট্রেন পথে কোথাও যাত্রাবিরতি দেয় না।

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন চট্টগ্রামের এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কামরুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ময়নামতি স্টেশনের আগে বাইরে থেকে কে বা কারা পাথর ছোড়ে। এতে কাচ ভেঙে পাথর যাত্রীর মাথায় এসে লাগে। আঘাতে ওই যাত্রীর মাথা থেকে রক্ত বের হয়। অন্য যাত্রীরা দ্রুত তাঁকে খাওয়ার বগিতে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাথর ছোড়ার কারণে বগির অন্য যাত্রীরাও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার ময়নামতি স্টেশনের আগে পাথরে এক যাত্রীর মাথা ফেটে গেছে। তবে ট্রেনেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই যাত্রী সুস্থ আছেন। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়