শিরোনাম
◈ পাহাড়ধস ও জলাবদ্ধতার সতর্কতা, ১১ জেলায় বন্যার শঙ্কা ◈ অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ◈ জামাতের সঙ্গে ঐক্যে বিতৃষ্ণা: নতুন দল এনসিপি-কে বর্জনের ঘোষণা সংগীতশিল্পী সায়ানের, ভোট না দেওয়ার আহ্বান ◈ অনলাইনে ইলিশ বিক্রির নামে পেইজ খুলে অভিনব প্রতারণা, ৮ প্রতারক গ্রেপ্তার ◈ দেশের বিভিন্ন স্থানে অনেকেই চাঁদাবাজি করে বিএনপির নাম ব্যবহার করে: মির্জা আব্বাস  ◈ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের প্রাথ‌মিক দল ঘোষণা, আ‌ছেন কানাডা প্রবাসী শমিত ◈ জি‌নে‌দিন জিদান ফ্রান্সের কোচ হতে চান ◈ রা‌তে সি‌রি‌জের প্রথম টি-‌টোয়ে‌ন্টি ম‌্যা‌চে পা‌কিস্তান- বাংলা‌দেশ মু‌খোমু‌খি ◈ আড়াই বছর আয়নাঘরে আটকের দাবি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ◈ সমুদ্রে আটকা পড়া রোহিঙ্গা শরণার্থীদের ১০ বছর!

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২২, ০১:১৮ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২২, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুকে অবমাননায় শিক্ষকের এক বছরের কারাদণ্ড

শিক্ষক শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার দায়ে বরিশালের শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামিম আহমেদ সোমবার (৮ আগস্ট) দুপুরে এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান।

তি‌নি জানান, আপিল শর্তে আসামিদের ১৫ দিনের অন্তবর্তীকালিন জামিন দিয়েছে আদালত।

সাজা পাওয়া আসামি হলেন বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা কমিটির সভাপতিও।

২০১৯ সালে কাউনিয়া থানায় এই মামলা করেছিলেন কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল বারেক।

সে বছর প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের অনুরোধ জানান বাদী। স্কুলে এই অনুষ্ঠান করায় অনীহা প্রকাশ করেন শফিকুল। পরে বাদী ও অন্যান্য শিক্ষকদের চাপে জন্মদিন উদযাপনে রাজি হন তিনি।

ওই বছরের ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর ছবিতে শিক্ষকরা শ্রদ্ধা জানান। এ সময় প্রধান শিক্ষক শফিকুল তাচ্ছিল্য করে বাম হাত দিয়ে একটি ফুল বঙ্গবন্ধুর ছবির সামনে ধরেন। উপস্থিত লোকজন এর প্রতিবাদ জানায়। তাকে স্কুল থেকে বের করে দেয়া হয়।

এতে বঙ্গবন্ধুর সম্মানহানী হয়েছে জানিয়ে বাদী মামলা করেন। ৭ জ‌নের সাক্ষ‌্য নিয়ে আদালত প্রধান শিক্ষক শফিকুলকে এক বছরের কারাদণ্ড দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়