অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় দায়িত্বরত অবস্থায় নিজ নামে ইস্যুকৃত অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গংগারহাট বিওপিতে এ ঘটনা ঘটে। নিজ অস্ত্র দিয়ে নিজের বুকের ডান পাশে গুলি করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে বিজিবি সূত্র জানিয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি নিয়মিত অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
নিহত ওই বিজিবি সদস্য দেশের ঝিনাইদহ জেলার সদর থানার খাজুরা গ্রামের বাবুল উদ্দিনের পুত্র নাসিম উদ্দিন (২৩)। তিনি সিপাহী পদে চাকুরীরত ছিলেন। তার ব্যাচ নম্বর ১১৪৬০৪।
ফুলবাড়ী থানা পুলিশ সূত্র জানিয়েছে, সিপাহী নাসিম উদ্দিন বৃহস্পতিবার রাত ১ টা থেকে সকাল ৭টা পর্যন্ত টহলে দ্বায়িত্বরত থাকার কথা ছিল। তাই স্তিনি রাত পৌনে ১ টার দিকে অস্ত্রসহ সজ্জিত হয়ে রুম হতে বের হন। কিছুক্ষণ পরেই তিনি ক্যাম্পের ভিতরেই নিজের অস্ত্র দিয়ে বুকের ডান পাশে গুলি চালিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে অন্যান্য বিজিবি সদস্যরা দ্রুত সেখানে গিয়ে সিপাহী নাসিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতালে ফুলবাড়ী থানা পুলিশ উপস্থিত হয়।
ঘটনার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মনজুরুল ইসলাম জানান, ভোরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ও ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রামে প্রেরণ করা হয়েছে।