এম, এ কুদ্দুস, বিরল, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ধর্মপুর বনবীটের বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার সকালে বনের বনভূমি থেকে মাটি কাটার অপরাধে উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও এর সাইফুল ইসলাম এর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৭) ও ইসলামপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে মোঃ আলতাফ হোসেন (৩০) কে ০৭ দিনের কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড এবং একই গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে আব্দুল ওয়াহেদ আলী (৫০) কে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
বীট অফিসার মোঃ মহসিন আলী জানান, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সকলের অব্যাহত সহযোগিতা প্রয়োজন। বীটের বনাঞ্চল ও জাতীয় সম্পদ রক্ষায় সার্বক্ষণিক তৎপর আছি।