হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লা ১ ও ২ আসনে নয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে যাচাই বাছাইকালে তথ্যগত ত্রুটি, স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকা, অসম্পূর্ণ হলফনামার অভিযোগে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুঃ রেজা হাসান এদের মনোনয়ন বাতিল করেন।
জেলা রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, কুমিল্লা-১ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইকালে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন, বশির আহমেদ (ইসলামি আন্দোলন বাংলাদেশ), মো.আবুল কালাম ( বাংলাদেশ রিপাবলিকান পার্টি), মো.মনিরুজ্জামান বাহালুল (বাংলাদেশ জামায়াত ইসলাম), মো.সফিউল বাসার (এবিপার্টি), সৈয়দ আব্দুল কাদের জামাল(খেলাফত মজলিস) এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ, ১ শতাংশ ভোটার স্বাক্ষরে ৯০ জনের স্বাক্ষর নেই।
ওমর ফারুক (স্বতন্ত্র) ১ শতাংশ ভোটারের স্বাক্ষরকারীর মধ্যে ৭ জনের স্বাক্ষর জাল করা হয়েছে বলে প্রমানিত হয়েছে। কাজী মো.ওবায়েদ উল্লাহ(স্বতন্ত্র) ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের মধ্যে ৯ জন স্বাক্ষর করেনি এবং ১ জন ভোটার পাওয়া যায়নি এবং অসম্পূর্ণ হলফনামার কারনে বড়ুয়া মনোজীত ধীমন (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল) ও সৈয়দ মোহাম্মদ ইফতেকার আহসান(জাতীয় পার্টি)।
কুমিল্লা- ২ (তিতাস-হোমনা) আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইকালে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। যাচাই বাছাইয়ে বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত মো.সেলিম ভূইয়া, এম এ মতিন(স্বতন্ত্র) , মো.আশরাফুল আলম ( ইসলামি আন্দোলন বাংলাদেশ) , মো.আবদুস সালাম (বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট), মো.আমির হোসেন ভূইয়া (জাতীয় পার্টি) ও মো.নাজিম উদ্দিন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
হলফনামায় স্বাক্ষর না থাকা, ১শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই বাছাইয়ে আব্দুস সালাম,( ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মনোয়ার হোসেন (স্বতন্ত্র), মো.রমিজ উদ্দিন (স্বতন্ত্র), মো.শাহাব উদ্দিন (বাংলাদেশ কল্যান পার্টি) মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।