শিরোনাম
◈ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শেখ হাসিনা ◈ খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজ‌কের খেলা স্থগিত ◈ খালেদা জিয়া গৃহবধূ থেকে যেভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা হয়ে উঠেছিলেন  ◈ শহীদ জিয়ার পাশেই শায়িত হবেন খালেদা জিয়া ◈ আজ দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক ◈ ‘মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে গেল’: খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন রিজভী ◈ খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক: ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদান চিরস্মরণীয়’ ◈ খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত: উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ ◈ খালেদা জিয়ার মৃত্যুতে চীনা প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:০৯ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের ৬টি আসনে ৪৭টি মনোনয়নপত্র দাখিল

আজিজুল হক, বেনাপোল: যশোরের ছয়টি আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মনোনয়ন দাখিল করছেন প্রার্থীরা। আজ সোমবার সকাল থেকে তীব্র শীতকে উপেক্ষা করে প্রার্থী ও তাদের সমর্থকেরা রির্টানিং কার্যালয়ে এসে মনোনয়ন দাখিল করেন। বিকালে জেলা রির্টানিং কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন দাখিল করেন বিএনপি থেকে জেলার হেভিওয়েট প্রার্থী দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জাগপা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৭টি মনোনয়ন দাখিল করা হয়। মনোনয়ন দাখিলকে কেন্দ্র জেলা রিটানিং কার্যালয় প্রাঙ্গন বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিলো। 

প্রার্থীরা জানান, নির্বাচনী পরিবেশ অনুকূলে রয়েছে। তারা আশা করছেন প্রচার প্রচারণায় সকল প্রার্থী সমান সুযোগ ও নিরাপত্তা পাবে। পাশাপাশি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, যশোর -১ (শার্শা) আসনে মনোনয়ন দাখিল করেছেন ধানের শিষের মনোনিত প্রার্থী  নুরুজ্জামান লিটন, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল, ইসলামী আন্দোলনের বাংলাদেশের ফসিয়ার রহমান, , জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজীজুর রহমান, বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, ও স্বতন্ত্র আবুল হাসান জহির এবং স্বতন্ত্র শাহজাহান আলী।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে স্বতন্ত্র  মেহেদী হাসান, বিএনপির অ্যাডভোকেট মোঃ ইসহক, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, জাতীয় পার্টির ফিরোহ শাহ, স্বতন্ত্র জহুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফন্টের শামছুল হক, জামায়াতে ইসলামী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ইমরান খান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) রিপন মাহমুদ, বিএনপি সাবেরা সুলতানা। 

যশোর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর আব্দুল কাদের, জাতীয় পার্টির খবির গাজী, বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, সিপিবি রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুহাম্মদ শোয়াইব হোসেন, জাগপা নিজামউদ্দিন অমিত। 
যশোর -৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে স্বতন্ত্র এম নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় পার্টির  জহুরুল হক, বিএনপির অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজীদ হোসাইন, বিএনপির মতিয়ার ফারাজী, খেলাফত মজলীসের আশেক এলাহী, জামায়াতে ইসলামীর গোলাম কুদ্দুম, বিএনপির টিএস আইয়ূব, স্বতন্ত্র ফারহান সাজিদ। 

যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপি রশীদ আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন, স্বতন্ত্র কামরুজ্জামান, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, স্বতন্ত্র শহীদ ইকবাল হোসেন, জাতীয় পার্টির এম এ হালিম, স্বতন্ত্র এবিএম গোলাম মোস্তফা, স্বতন্ত্র নজরুল ইসলাম। 

যশোর-৬ (কেশবপুর) আসনের জাতীয় পার্টির জি এম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোক্তার আলী, এবি পার্টির মাহমুদ হাসান, বিএনপির আবুল হোসেন আজাদ।

এদিকে যশোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আশেক হাসান জানান, ৬৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকাল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ৬টি আসনে ৪৫ জন প্রার্থী ৪৭টি মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৪ জানুয়ারির মধ্যে যাচাই বাছাই শেষে হবে। একটি শান্তিপূর্ণ নির্বাচনী সম্পন্ন করতে সবধরণের উদ্যোগ নেয়া হয়েছে। আচরণ বিধি প্রতিপালনে কঠোরভাবে কাজ করছে মাঠে নিয়োজিত ম্যাজিস্ট্রেটগণ, তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী ও সীমান্তে বিজিবিকে সর্তক অবস্থানে রাখা হয়েছে।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়