আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের মারধরে মান্নান মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি ২৭ প্লাস হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মান্নান মিয়া ধামরাই থানাধীন কুশরা ইউনিয়নের বইন্যা গ্রামের বাসিন্দা। তিনি মৃত জয়নুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ির সীমানা নিয়ে মান্নান মিয়ার সঙ্গে তার আপন ভাই নেওয়াজ আলীর বিরোধ হয়। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে দু’পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে মান্নান মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।
চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টার দিকে ধানমন্ডি ২৭ প্লাস হাসপাতালে তার মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে ধামরাইয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ থানায় আনা হয়। ধামরাই থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার (ওসি) নাজমুল হুদা খান, সাংবাদিকদের জানান, জমি সংক্রান্তবিরোধের জেরে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু হয়েছে, লাস থানায় আনা হয়েছে ময়নাতদন্ত জন্য লাশ পাঠানো হবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।