শিরোনাম
◈ শহীদ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন, বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি ◈ ওসমান হাদির মরদেহ দেখার সুযোগ থাকবে না ◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ ◈ দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, যে নির্দেশনা দিলো ইনকিলাব মঞ্চ ◈ সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের, দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা ◈ ছায়ানট ভবনে তাণ্ডব: কার্যক্রম বন্ধ ঘোষণা (ভিডিও)

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৫ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা, আটক ১২ (ভিডিও)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া একদল লোককে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ১২ জনকে আটক করেছে। বর্তমানে পুলিশের পাশাপাশি সহকারী হাইকমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক সেনাবাহিনী। 

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেয় ছাত্র-জনতার ব্যানারে পরিচয় দেওয়া একদল তরুণ। খবর পেয়ে নগর পুলিশের সদস্যরা সেখানে অবস্থান নেন। প্রথমে অবস্থান নেওয়া ১৫-২০ জনকে পুলিশ সরিয়ে দেয়। আধা ঘণ্টা পর মিছিল নিয়ে এসে কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আরেক দল। এই বিক্ষোভকারীরা এক পর্যায়ে হাইকমিশনার কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের টিয়ারশেল ছুড়ে, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। তাদের মধ্য থেকে ১২ জনকে আটক করে পুলিশ। 

এর আগে শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতার ব্যানারে একদল তরুণ নগরের দুই নম্বর গেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে সেখান থেকে মিছিল নিয়ে হাইকমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। 

বিক্ষোভে অংশ নেওয়া নুরুল আমিন নামের এক তরুণ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে হাদির ওপর হামলার ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে তাকে টার্গেট করা হয়েছে।

রাত ২টার দিকে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে ছুটে যান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি সেখানকার কর্মকর্তাদের খোঁজখবর নেন। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, এখানে হাজারের মতো লোক জড়ো হয়েছিল। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ ২০-৫০ জন লোক এসে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ বাজে আচরণ করে। লাঠিচার্জ করে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ১২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে আন্দোলনকারীরা নেই। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে কিছু তরুণ অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। উৎস: বাংলাট্রিবিউন ও কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়