জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার দুয়ারপাড়া এলাকায় মেটে আলু তোলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে এক বৃদ্ধা ও তার নাতনিকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুর জাহান (৬০) বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অভিযোগ সূত্রে জানা যায়—মেটে আলু তোলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জীবননগর বাজারের ঠিকাদার ও ব্যবসায়ী জাকা উল্লাহর স্ত্রী ফরিদা ইয়াসমিন বৃদ্ধা নুর জাহানকে মারধর করেন। এ সময় নুর জাহানের নাতনি নওশিন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও হামলার শিকার হতে হয়।
বৃদ্ধার ছেলে নজরুল ইসলাম জানায় ,আমার মাকে অন্যায় ভাবে মারধর করার অপরাধে আমি নিজে বাদী হয়ে জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি ।
এব্যাপারে ব্যবসায়ী জাকা উল্লার সাথে মুঠো ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ না করায় তাদের মতামত প্রকাশ করা সম্ভব হইনি।
ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এব্যপারে জীবননগর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রিপন কুমার দাস জানান, ঘটনার বিষয়ে আহতের ছেলে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষ্য দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।