শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা

জাসদের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক ঘোষণার প্রতিবাদে দলটির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাইবান্ধা পৌরসভার থানাপাড়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়টিতে তালা দেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়জিদ বোস্তামী জিম, যুগ্ম আহ্বায়ক অতনু সাহা, আব্দুল্লাহ জিসান ও মেহেদী হাসান।

নেতাদের অভিযোগ, জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রাম ও যোদ্ধাদের প্রতি অবমাননা করেই খাদেমুল ইসলাম খুদিকে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। তাঁরা দাবি করেন, খুদি অতীতে আওয়ামী লীগ ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। এরই প্রতিবাদে তারা কার্যালয়ে তালা ঝুলিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা বলেন, ‘জুলাই যোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা জানতে কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, জেলা আহ্বায়ক ফিয়াদুর রহমান দিবস ও উত্তরাঞ্চল সংগঠক সারজিস আলমের সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আমরা কার্যালয় তালাবদ্ধ করেছি। কমিটি বাতিল এবং খাদেমুল ইসলাম খুদির গ্রেপ্তার দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে খাদেমুল ইসলাম খুদি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনোদিন আওয়ামী লীগ বা তাদের দোসরদের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছি এবং দীর্ঘ রাজনৈতিক পথচলা রয়েছে। জাসদের বর্তমান অবস্থা আমার সঙ্গে যায় না বলেই জুলাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এনসিপিতে যোগ দিয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়