নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল): বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদারকাঠি গ্রামে তালাকপ্রাপ্ত এক যুবকের আধা মন (প্রায় ২০ কেজি) দুধ দিয়ে গোসল করার ঘটনা ভিডিওসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার সকালে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
স্থানীয়রা জানান, গ্রামের মো. এসকেন্দার আলী সরদারের ছেলে সজীব সরদার চলতি বছরের ২৫ মে প্রেমের সম্পর্কের সূত্র ধরে কাজলকে বিয়ে করেন। দুই মাস পর জীবিকার তাগিদে দুবাই গেলেও স্ত্রীর অনুরোধে দেশে ফিরে আসেন তিনি।
সজীবের অভিযোগ, দেশে ফেরার পর বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে টাকা নেওয়া হতো। এ নিয়ে দাম্পত্য কলহ তীব্র হলে শ্বশুরবাড়ির প্ররোচনায় স্ত্রী কাজল মাত্র ছয় মাসের মাথায় তাকে তালাক দিয়ে দেন।
তালাকের পর মানসিক চাপে সজীব অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মানসিকভাবে তিনি ভেঙে পড়েন বলে জানা গেছে।
স্থানীয় সালিশ-বৈঠকে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে বুধবার আনুষ্ঠানিক তালাক কার্যকর হওয়ার পর সজীব বাড়ির উঠোনে আধা মন দুধ দিয়ে গোসল করেন।
সজীব বলেন, “মন পরিষ্কার করে নতুনভাবে জীবন শুরু করার জন্যই দুধ দিয়ে গোসল করেছি।” ঘটনাটি স্থানীয়রা মোবাইলে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিলে দ্রুত ভাইরাল হয়।
এদিকে স্ত্রী পাখি (ছদ্মনাম)–এর মন্তব্য জানতে তার ব্যবহৃত ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তিনি সাংবাদিকদের সামনেও কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্থানীয় আলেমরা জানান—“ইসলামে দুধ দিয়ে গোসলের কোনো বিধান নেই। হতাশ মানুষকে এমন সময়ে মানসিক সহায়তা দেওয়াই জরুরি।”