শিরোনাম
◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুইজন গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের কিছু নেতা–কর্মীর সঙ্গে অবৈধ যোগাযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. শাহজাহান আলী (৪৯) ও সূর্য্য কান্ত হালদার (৪৯)।

শাহজাহান রাজশাহীর মোহনপুর থানার মৌপাড়া (খাঁ পাড়া) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে নগরীর দড়িখড়বোনা এলাকায় বসবাস করতেন এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। সূর্য্য কান্ত হালদার রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার নবকান্ত হালদারের ছেলে। তিনি রায়ঘাটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে মোহনপুর থানা পুলিশের সহায়তায় শাহজাহানকে আটক করে ডিবি পুলিশ। তার মোবাইল ফোন পর্যালোচনায় দেখা যায়-নিষিদ্ধ ছাত্র সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের ব্যক্তিদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে তিনি রাষ্ট্রবিরোধী পরিকল্পনা ও ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। শাহজাহানের দেওয়া তথ্যে পরবর্তীতে বিকেল সোয়া ৫টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে সূর্য্য কান্ত হালদারকেও গ্রেপ্তার করা হয়। তিনিও ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তথ্য আদান–প্রদান করতেন।

ডিবি জানায়, গ্রেপ্তার দুইজনের বাসা ও আশপাশ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গোপন বৈঠকও হতো, যেখানে কথিতভাবে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা গ্রহণ করা হতো। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে—দেশের বিভিন্ন জেলার নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্যসহ কিছু রাজনৈতিক ব্যক্তিকে অনলাইনে একত্রিত করে রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে তারা বিভিন্ন সভা–সমাবেশ, প্ররোচনা, বার্তা প্রচার ও নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিল। অনলাইন সভাগুলোতে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বক্তব্য দিতেন বলে দাবি করেছে আসামিরা, যা তারা পরিচিত মহলে ছড়িয়ে দিত।

গ্রেপ্তার শাহজাহান ও সূর্য্যকে সন্ত্রাসবিরোধী আইনে শাহমখদুম থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়