আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বুধবার (১৯ নভেম্বর) খুব ভোরে সুয়াপুর ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনার সিসিটিভি ফুটেজেও পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়।
তবে এতে ব্যাংকের কোনো ক্ষতি হয়নি, হতাহতের ঘটনাও ঘটেনি। বোমাটি ভবনের দেয়ালে লেগে পাশের একটি বাড়িতে আগুন ধরে যায়, যা স্থানীয়রা দ্রুত নেভাতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মোটর সাইকেল যোগে দুইজন মুখোশধারী দুর্বৃত্ত এসে দোতলা ভবনে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখার দিকে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাটি দেয়ালে আছড়ে পড়ে পাশের বাড়িতে আগুন লেগে যায়। শব্দ শুনে নৈশ প্রহরী সেলিম মিয়া ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখেন এবং স্থানীয়দের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে নিশ্চিত করেছেন তিনি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
ঘটনাটি ঘিরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ টহল জোরদার করেছেন।