ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১৩ নভেম্বর ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিস্ফোরক তৈরির প্রস্তুতি নিচ্ছিল তারা।
প্রাথমিকভাবে আটকদের পরিচয় পাওয়া গেছে টাঙ্গাইল জেলার আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২৫), চাঁদপুর জেলার নূর মোহাম্মদের ছেলে রাকিব হোসেন (২৪) ও সুনামগঞ্জ জেলার জালাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী টিটু সরদারের চারচালা টিনের ঘরে ওই তিন যুবক বিস্ফোরক তৈরির কাজ করছিলেন। ঘরটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় সেখানে তাদের অবস্থান কেউ টের পাননি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার বা বুধবার থেকে তারা ওই বাড়িতে অবস্থান করছিলেন।
ওই ঘর থেকে ২৩টি পেট্রোলবোমা, বিস্ফোরক তৈরির বারদ, গান পাউডার, পেট্রোল, অকটেনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, আরও বিপুল পরিমাণ বোমা তৈরির প্রস্তুতি চলছিল।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরির খবর পেয়ে অভিযান পরিচালনা করি। উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তিনজনকেই আটক করা হয়। তাদের একজনের হাতে আঘাত লাগে। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া গেছে, যাচাই শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’ উৎস: সময়নিউজটিভি।