আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি(যশোর): যশোরে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ এক দম্পতিকে আটক হয়েছে।
বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ঝিকরগাছায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম গ্রামের আলমগীর হোসেন (২৮) ও তার স্ত্রী ময়না পাখি (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে একটি টিম ঝিকরগাছা উপজেলা মোড়ের প্রাইভেট ক্লিনিকের পশ্চিম পাশে যশোর-বেনাপোল মহাসড়কে অবস্থান নেয়। এসময় সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ আলমগীর ও তার স্ত্রী ময়না পাখিকে আটক করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে যশোরে আসে।
আটক দম্পতি দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তাদের নামে মাদকের মামলা ছিল জানান এ কর্মকর্তা।