ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলা থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় একটি ট্রলারসহ পৃথক অভিযানে মোট ২০ জেলেকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ও মাইনুদ্দিন ঘাট এলাকায় উপজেলা মৎস্য বিভাগ পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় ৬শ কেজি বরফ বিনষ্ট করে। পরে আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে ১৬ জেলেকে আটক করা হয়। এসময় ট্রলারটি তল্লাশি করে ৬শ কেজি বরফ পাওয়া গেলে তা বিনষ্ট করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের ৩০ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়াও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে 8 অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।