হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অটোভ্যান চার্জ দিতে গিয়ে হসিবুল মাতুব্বর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর ফুলবাড়িয়া কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসিবুল মাতুব্বর ওই এলাকার রিপন মাতুব্বরের পুত্র। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাসিবুলের বাবা রিপন মাতুব্বর ঢাকায় কাজ করেন। হাসিবুল তার মা ও দুই বোনকে নিয়ে বাড়িতে থাকেন।টানাপোড়নের সংসারে বাড়তি আয়ের আশায় কিছুদিন পূর্বে কিস্তি তুলে তাকে অটোভ্যান কিনে দেয়। হাসিবুল প্রতিদিনের মত সকালে ভ্যান চালিয়ে বাড়িতে ফিরে আসে। অটোভ্যানে চার্জ কম থাকায় বেলা ১২ টার দিকে চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এরপর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অটোভ্যান চার্জ দিতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।