শিরোনাম
◈ জুলাই যোদ্ধাদের দাবিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ ◈ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশ-‘জুলাই যোদ্ধা’ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া (ভিডিও) ◈ ৫ বছর মেয়াদি পরিকল্পনা গাজা পুনর্গঠনে, ব্যয় ৬৭ বিলিয়ন ডলার ◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি?

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:৩২ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ৫ মা‌সের শিশু‌কে অপহরন ক‌রে চন্দনাই‌শে বি‌ক্রি, ১৬ ঘন্টায় উদ্ধার করল পুলিশ

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী ছনুয়া এলাকা থে‌কে অপহরন ক‌রে বি‌ক্রি ক‌রে দেওয়া ৫ মাস বয়সী মোঃআ‌দিয়াত‌কে ১৬ঘন্টা পর উদ্ধার ক‌রে বাবা মা‌য়ের কা‌ছে ফি‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে । বাঁশখালী ছনুয়া ইউ‌নিয়‌নের ৭নং ওয়া‌র্ডের আলজ্জানি বড়বাড়ী এলাকার মনজুর আল‌মের ৫ মাস বয়সী মোঃ আদিয়াত(৫ মাস) অপহরন ক‌রে বি‌ক্রি করা দেওয়া হ‌য়ে‌ছে । শিশুর পিতার মামলার প্রেক্ষি‌তে বাঁশখালী থানা পু‌লিশ আধু‌নিক প্রযু‌ক্তির মাধ‌্যমে অপহরণকা‌রি‌কে সনাক্ত ক‌রে ১৬ ঘন্টা পর  চন্দনাই‌শের মুরাগনগর এলাকা থে‌কে ১লক্ষ ২০ হাজার টাকায় কি‌নে নেওয়া রোবাইদা সুলতানা তানজু(২৮) এর কাছ থে‌কে শিশু‌টি‌কে উদ্ধার ক‌রে‌ছে ।

অপরহরণ ও শিশু উদ্ধার নি‌য়ে মঙ্গলবার সন্ধ‌্যা ৭টায় বাঁশখালী থানা পু‌লিশ ‌ও‌সির রু‌মে এক প্রেস বি‌ফিং এর আ‌য়োজন ক‌রে । এতে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ অপরহরণ ও শিশু উদ্ধার নি‌য়ে বিস্তা‌রিত তথ‌্য দেন । ত‌বে ঘটনায় এক লক্ষ বিশ হাজার টাকায় শিশু কি‌নে নেওয়া চন্দনাইশের মুরাদাবাদ ৪নং ওয়ার্ড এলাকার নাজিম উদ্দীনের স্ত্রী রোবাইদা সুলতানা তানজুকে আটক কর‌লে ও ঘটনার মুল আসা‌মি অপহরন ক‌রে বি‌ক্রি ক‌রে দেওয়া ছনুয়া ইউ‌নিয়‌নের ৭নং ওয়া‌র্ডের আলজ্জানি বড়বাড়ি এলাকার মোঃ গুরা মিয়ার পুত্র মোঃরিদুয়ান (৩২) কে গ্রেফতা‌রে চেষ্টা চল‌ছে ব‌লে জানা যায় ।

মামলা ও থানা পু‌লি‌শের দেওয়া তথ‌্য সু‌ত্রে জানা যায়,সোমবার (১৩ অ‌ক্টোবর)  দুপু‌রে মনজুর আল‌ম ত‌ার একমাত্র পুত্র মোঃ আ‌দিয়াত‌কে নি‌য়ে বা‌ড়ির উঠা‌নে ব‌সে‌ছিল। এ সময় প্রতি‌বে‌শি মোঃ গুরা মিয়ার পুত্র মোঃ রিদুয়ান শিশু‌টি‌কে কো‌লে নেয় । তখন মনজুর আলম তার সন্তান‌কে মা কুলছুম‌ার কা‌ছে দেওয়ার কথা ব‌লে পা‌শে তার চা দোকা‌নে চ‌লে যায় । একঘন্টা পর দোকান থে‌কে এ‌সে ‌দে‌খে রিদুয়ান তার সন্তান‌কে মা‌য়ের কা‌ছে দেয়‌নি ।রিদুয়ানকে মোবাই‌লে ফোন দি‌লে ফোন বন্ধ পে‌লে তা‌দের স‌ন্দেহ হয় । পাড়া প্রতি‌বে‌শি ও আত্নীয় স্বজ‌নের কা‌ছে খোঁজ ক‌রে প‌রে থানায় এ‌সে এ বিষ‌য়ে মামলা কর‌লে পু‌লিশ আধু‌নিক তথ‌্য প্রযু‌ক্তির সাহা‌য্যে রিদুয়া‌নের অবস্থ‌ান চন্দনাই‌শে চি‌হ্নিত করার পর বাঁশখালী থানার এসআই মোঃ জামাল হোসেন নেতৃ‌ত্বে পু‌লিশ দল চন্দনাইশ থানা পু‌লি‌শের এসআই রাকিব এবং এসআই  নয়ন নারী পুলিশসহ মোবাইল টিমের সহায়তা   আদিয়াত (০৫) মাসকে উদ্ধার করে মঙ্গলবার বিকা‌ল সা‌ড়ে তিনটায় চন্দনাইশের মুরাদাবাদ ৪নং ওয়ার্ড এলাকার নাজিম উদ্দীনের স্ত্রী রোবাইদা সুলতানা তানজুকে গ্রেফতার ক‌রে । ‌

শিশু অপহরন ও উদ্ধার সংক্রান্ত বি‌ফিং ও তথ‌্য প্রদান কা‌লে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ সহ বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (‌ও‌সি )‌মোঃ সাইফুল ইসলাম সহ অন‌্যান‌্য দা‌য়িত্বশীল কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন ।

এ‌দি‌কে ১৬ ঘন্টা একমাত্র শিশু সন্তান মোঃ আ‌দিয়াত‌কে ফি‌রে পে‌য়ে বাবা মনজুর আলম মা কুলছুমা বেগম সক‌লের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রেন ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়