চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার চাঞ্চল্যকর ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামী মোঃ মোবারক হোসেন’কে পাঁচলাইশ থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
নিহত ভিকটিম ফুল মিয়া খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এলাকার বাসিন্দা এবং পেশায় বাসের হেলপার। ভিকটিম ফুল মিয়া চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন মাইজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে স্বা-পরিবারে বসবাস করেন। গত ২৮ সেপ্টম্বর ২০২৫ ইং তারিখে ভিকটিম ফুলা মিয়া এর সাথে বাসার মালিক মোঃ মোবারক হোসেন এর সাথে বাসা পানি এবং বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে মোঃ মোবারক হোসেন এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলাপাতাড়ি ভাবে কিল,ঘুষি এবং লাথি মারতে থাকে এসময় ভিকটিম অজ্ঞান হয়ে মাটিতে লুঠিয়ে পড়লে মোবারক হোসেন এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ভিকটিমে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে মোঃ মোবারক হোসেন এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমের মৃত দেহ কৌশলে মেডিকেল থেকে নিয়ে বাসার নিচ তলায় রেখে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় ০৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যার মামলার নং-৩২, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং, ধারা-৩৯২/৩৪ পেনলা কোড ১৮৬০।
উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়। উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। নজরদারী এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত হত্যা মামলার ০১নং এজাহারনামীয় প্রধান আসামী মোঃ মোবারক হোসেন চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৬ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ১৯৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাঁচালাইশ থানাধীন বিবিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালানা করে আসামী মোঃ মোবারক হোসেন (৩৫), পিতা-মোঃ ফয়েজ আলী, সাং-মাইজপাড়া, থানা-বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরী বায়েজীদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।