মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহর এখন যানজটের শহর হিসেবে পরিচিতি পাচ্ছে। সীমিত সড়ক, অদক্ষ চালক, ফুটপাত দখল ও অনুমোদনের চেয়ে কয়েকগুণ বেশি ইজিবাইক চলাচলে নিত্যদিন দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসীসহ নবীনগরে বিভিন্ন কাজ করতে আসা জনসাধারণ।
পৌরসভার তথ্যানুযায়ী, শহরে লাইসেন্সপ্রাপ্ত ইজিবাইকের সংখ্যা ৮৪০টি এবং ব্যাটারিচালিত অটোরিকশা ৫০০টি। অথচ প্রতিদিন সদরবাজার, ডাকবাংলো রোড, কোর্ট রোড, কোনাঘাট মোড়, আলীয়াবাদ বাজার ও ভোলাচং মোড় এলাকায় দুই হাজারেরও বেশি অটোরিকশা চলাচল করছে। এর সঙ্গে সিএনজি, পিকআপ ও ট্রাক যোগ হওয়ায় যানজট এখন নিত্যসঙ্গী।
স্থানীয়দের অভিযোগ, চালকেরা যত্রতত্র যাত্রী উঠানামা করান, ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানোয় পথচারীরাও বিপাকে পড়ছেন। চাকরিজীবী অনিক কুমার সাহা বলেন, “যানজটের কারণে প্রায়ই সময়মতো অফিসে পৌঁছাতে পারি না।” গৃহিণী রুমা আক্তার বলেন, “যেখানে-সেখানে ইজিবাইক দাঁড়িয়ে থাকার কারণে হাঁটা-চলাও কষ্টকর হয়ে পড়েছে।”
নিউ মার্কেটের মোবাইল ব্যবসায়ী আবুল বাসার মুন্সির মতে, “শহরের কেন্দ্র থেকে অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে প্রান্তে স্থানান্তর করলে যানজট অনেকটাই কমে আসবে।”
স্থানীয়রা বলছেন, নবীনগরের মতো ব্যস্ত জনবহুল শহরকে সচল রাখতে এখনই প্রয়োজন পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক পুলিশের সক্রিয় ভূমিকা এবং নির্দিষ্ট পার্কিং জোন নিশ্চিত করা।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী সাংবাদিকদের জানান, “সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত ও চালকদের সচেতন করতে প্রচারণা চলছে। আশা করছি শিগগিরই শহর চলাচলযোগ্য হয়ে উঠবে।”