১৪ বছর বয়সী শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রিফাত হোসেন ওরফে স্বপনকে (২০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। সোমবার (০৬ অক্টোবর) বিকেলে ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, শিশুটি তার চাচির সঙ্গে বেড়াতে গেলে অভিযুক্ত রিফাত তাকে প্রেমের প্রস্তাব দেয়। ওই শিশু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে রিফাত তাকে প্রায়ই পথে উত্যক্ত করত। বিষয়টি পরিবার জানালে উল্টো রিফাতের পরিবার শিশুটির পরিবারকে হুমকি দেয়।
এরপর ৬ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সূয়াপুর সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে মাইক্রোবাসযোগে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় রিফাত ও তার সহযোগীরা। পরে ফোনে শিশুটির মাকে জানানো হয়, মেয়েটি তার (রিফাতের) হেফাজতে রয়েছে। অভিযোগ রয়েছে, শিশুটিকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভিকটিমের পরিবার ধামরাই থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তে নেমে র্যাব-৪ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আশুলিয়া থেকে রিফাতকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ সমাজের জন্য ভয়ংকর বার্তা বহন করে। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, প্রত্যেক নাগরিককেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
র্যাবের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চাই, এমন অপরাধ ঘটার আগেই পরিবার ও সমাজ একসঙ্গে সচেতন হয়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করুক।’
গ্রেপ্তারকৃত রিফাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।