শিরোনাম
◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া? ◈ অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিলে অ্যামেরিকার লাভ না ক্ষতি? ◈ দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি: সালাহউদ্দিন আহমদ ◈ শাপলা ছাড়া অন্য প্রতীক পছন্দ করা সম্ভব নয়, ইসিকে এনসিপি ◈ চীনা প্রযুক্তিই গেমচেঞ্জার’— ভারতের সঙ্গে সংঘাতে পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তান

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৯:২৭ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৫, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

ছাত্রদলে যোগদানকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

ছাত্রদলের সদস্য হওয়া আবির আহমেদ জানান, আন্দোলনের সময় তারা হামলা ও মামলার মুখে পড়েছিলেন। আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে তারেক রহমানের ভূমিকা থাকায় তারা ছাত্রদলে যোগ দিয়েছেন। আরেক শিক্ষার্থী তাওহীদ ইসলাম বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ তিনি ছাত্রদলে অন্তর্ভুক্ত হয়েছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও লালমনিরহাট-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আন্দোলনে সকলেই অংশ নিয়েছেন, তবে শিক্ষার্থীদের অবদান বেশি ছিল। আজ তারা শহীদ জিয়ার আদর্শের দল ছাত্রদলে যোগ দিলো। আমরা তাদের নিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমান এবং সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন প্রমুখ। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়