শিরোনাম
◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া? ◈ অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিলে অ্যামেরিকার লাভ না ক্ষতি? ◈ দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি: সালাহউদ্দিন আহমদ ◈ শাপলা ছাড়া অন্য প্রতীক পছন্দ করা সম্ভব নয়, ইসিকে এনসিপি ◈ চীনা প্রযুক্তিই গেমচেঞ্জার’— ভারতের সঙ্গে সংঘাতে পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তান

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ কেজি গাঁজাসহ আটক ২

মাদক বিরোধী অভিযানে ফেনী জেলার ফেনী রেলওয়ে ষ্টেশন এলাকা হতে ১৮ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী রেলওয়ে ষ্টেশন এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৫ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ১০:৩০ ঘটিকায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী রেলওয়ে ষ্টেশননের প্লাটফর্মের এলাকায়  পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ (দুই) জন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা আসামী ১। জাহেদ হোসেন (২৩), পিতা- নুর হোসাইন, সাং-জাইদি মোড়া নয়াপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং ২। আয়েশা আক্তার (৪৪), স্বামী- মৃত উসমান গনি, সাং-কক্সবাজার পাহাড়তলী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে  তাদের সাথে থাকা ০২টি  ব্যাগে বিশেষ কৌশলে কসটেপ দ্বারা মোড়ানো ০৫টি বান্ডিলের ভিতর হতে সর্বমোট ১৮ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তর্বতী এলাকায় হতে স্বল্পমূল্যে ক্রয় করে পরবর্তীতে ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন  মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়