শিরোনাম
◈ নির্বাচনের আগেও নয়, ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠছে না: আসিফ নজরুল ◈ ভাষাসৈনিক আহমদ রফিক লাইফ সাপোর্টে ◈ দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন, তোমার কি কোনো ভালো বন্ধু আছে? চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ◈ ডোনাল্ড ট্রাম্প হ‌বেন গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান ◈ ডোনাল্ড ট্রাম্পের জন্য কারাগারই সবচেয়ে উপযুক্ত জায়গা :  কলম্বিয়ার প্রেসিডেন্ট ◈ ‌নেপা‌লের কা‌ছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটার ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট লি‌গে বরিশালকে সহজেই হারালো চট্টগ্রাম ◈ আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান ◈ জাপায় ফের অস্থিরতা, প্রতীকের দাবি নিয়ে আবারও লড়াই ◈ প্রথমবার দ্বিপা‌ক্ষিক সি‌রিজ খে‌লে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ কর‌লো নেপাল 

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামে ৫ কোটি টাকার ফসলের ক্ষতি

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: অতি সম্প্রতি হয়ে যাওয়া বন্যায় কুড়িগ্রামে প্রায় ৫ কোটি টাকার ফসল হানি হয়েছে। এতে বিশেষত চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক চাষীরা।

কুড়িগ্রামের কৃষি বিভাগ জানায়, সাম্প্রতিক বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়ে ১ হাজার ১৩৭ হেক্টর জমির রোপা আমন, ১৫০ হেক্টর জমির শাক-সবজি ও ৫৯ হেক্টর জমির মাসকলাই। দ্র“ত পানি নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে। তার পরেও পুরোপুরি ১৫০ হেক্টর জমির বিভিন্ন ফসল সম্পুর্নরুপে নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ৪ কোটি ৮৮ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় দুই হাজার।

ক্ষতিগ্রস্থ কৃষকরা জানায়, এ বছর অসময়ের বন্যায় সব ফসল শেষ করে দিয়েছে তাদের। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা কামনা করছেন তারা।

সদরের পাঁচগাছী ইউনিয়নের ধরলা অববাহিকার কৃষক এরশাদ আলী বলেন, এ বছর আমন আবাদের সময় বৃষ্টি ছিল না। তাই আমরা সেচ দিয়ে জমি তৈরি করে আমন রোপণ করি। পরে কয়েকদিন পর বন্যার পানি এসে আমার ১ বিঘা জমির ফসল নষ্ট করে দিয়ে গেছে। এখনো জমিতে পানি। কি করবো এ জমিতে চিন্তায় বাঁচি না।

আরেক কৃষক তাজুল ইসলাম বলেন, আমারও রোপা আমন ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে। পানি তারাতাড়ি নামার কারণে এখন জমিতে মাসকলাই ছিটিয়েছি। আমরা যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছি তাদের পাশে যদি সরকার দাঁড়ায় তাহলে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্রুত পানি নেমে যাওয়ার কারণে ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে। তার পরেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করা হয়েছে। সরকারি ভাবে তাদেরকে সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়