লিয়াকত হোসেন জনী, মধুপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে সিমেন্ট ভর্তি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী নিহত ও স্ত্রী আহত।
বুধবার ১ অক্টোবর দুপুরে টাঙ্গাইল -জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুরের কাইতকাইত নামক স্থানে রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় জমালপুরগামী সিমেন্ট ভর্তি কাভার্ড ভ্যানটি মোটরসাইকেল আরোহী স্বামী - স্ত্রীকে চাপা দিলে মোটরসাইকেল চালক পিছনের চাকায় পিষ্ট হয়ে আটকে যান এবং ঘটনাস্থলে নিহত হোন। এ সময় স্ত্রী ছিটকে পড়ে প্রাণে রক্ষা পান এবং গুরতর আহত হোন। নিহত ব্যক্তি হলেন মোটরসাইকেল আরোহী জামালপুর জেলার সরিষাবাড়ির মূলবাড়ি গ্রামের আপন মিয়া (২৫) ও আহত তার স্ত্রী ফারজানা আক্তার (১৯)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১২ :০০ ঘটিকায় ৯৯৯ নাম্বার হতে সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং উদ্ধার কাজ শুরু করেন। ফায়ারসার্ভিস আরো জানায়, একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো- উ- ১১-০০০৭) মধুপুর থেকে জামালপুর যাওয়ার পথে পিছন থেকে একটি মোটর সাইকেল কে ধাক্কা দিলে মোটর সাইকেল চালক কাভার্ড ভ্যান এর পিছনের চাকার মধ্যে আটকা পড়ে। সংবাদ পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের ০২ টি ইউনিট, স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় উদ্ধার করে এবং মরদেহ মধুপুর থানার সাব- ইন্সপেক্টর জিয়াউলের নিকট হস্তান্তর করে । এসময় আহত অবস্থায় নিহতের স্ত্রী ফারজানা আক্তারকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরে অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ দূর্ঘটনার প্রেক্ষিতে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান।